চট্টগ্রাম অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প

বন্দরনগরী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 03:04 AM
Updated : 23 August 2016, 03:32 AM

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের  তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্রের ইলেকট্রনিক অ্যাসিসট্যান্ট মো. হানিফ জানান, মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মলাইক এলাকায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য  তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়। এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’, ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে ‘শক্তিশালী’, ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ‘ভয়াবহ’ এবং মাত্রা ৮ এর বেশি হলে ‘অত্যন্ত ভয়াবহ’ ভূমিকম্প বিবেচনা করা হয়।

চলতি অগাস্ট মাসের প্রথম দিন মিয়ানমারের পাকুক্কু এলাকায় রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হয়, যা চট্টগ্রাম অঞ্চল থেকেও অনুভূত হয়।

তার আগে গত ১৩ এপ্রিলে রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও মিয়ানমারে ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর তথ্য।