কল্যাণপুরের জাহাজবাড়ির মালিকপত্নী কারগারে

ফের হেফাজতে নেওয়ার আবেদন না থাকায় দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 01:40 PM
Updated : 30 July 2016, 01:40 PM

শনিবার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা রণপকুমার ভক্ত।

গত ২৫ জুলাই ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ছয়তলা ওই ভবনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় রাতভর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলে।

মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যদের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।

অভিযানের দুই দিন পর ২৭ জুলাই ৫৪ ধারায় গ্রেপ্তার হন তাজ মঞ্জিল এর মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ পারভীন ও ছেলে মাজহারুল ইসলাম।  

বাড়িভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের নাম ঠিকানা যাচাই না করার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার হন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা বজলার রহমান জিজ্ঞাসাবাদের জন্য বুধবার মমতাজ পারভীন এবং বৃহস্পতিবার মাজহারুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেছিল।

শনিবার বজলার রহমান আদালতে বলেন, “আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাইবাছাই করার জন্য তাকে কারাগারে আটক রাখা হোক।”

সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা রণপকুমার ভক্ত জানান, আসামির আইনজীবী জামিনের আবেদন জমা দিলেও জামিন চেয়ে কোনো শুনানি করেননি।

“তবে তার পক্ষে কারাগারে চিকিৎসার আবেদন করা হলে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।”