কানাডিয়ান ইউনিভার্সিটির সঙ্গে ওয়েস্টিনের চুক্তি স্বাক্ষর

বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থীদের ‍ব্যবহারিক শিক্ষার সুবিধায় হোটেল ওয়েস্টিনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 10:46 AM
Updated : 30 July 2016, 11:30 AM

শনিবার ঢাকার বনানীতে ইউনিভার্সিটি ভবনে এই চুক্তি সই করেন কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য উইলিয়াম এইচ ডেরেঙ্গার এবং হোটেল ওয়েস্টিনের মহাব্যবস্থাপক দিলীপ মোদক।

দিলীপ মোদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ এই চুক্তি অনুযায়ী কানাডিয়ান ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থীরা ওয়েস্টিনে ইন্টার্ন করার সুযোগ পাবে। কারও ইন্টার্ন পারফরমেন্স ভালো হলে ওয়েস্টিনে তার চাকরির ব্যবস্থাও থাকবে।”

ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এম ফায়েকুজ্জামান বলেন, “ বাংলাদেশের বিকাশমান বেসরকারি খাত এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়টি বিবেচনা করলে এই সমঝোতা স্মারক অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, ট্রাস্টি সদস্য রাহিব শরাফতও ওয়েস্টিনের কর্মকর্তারা।