অসুস্থ চিফ হুইপের পাশে ডেপুটি স্পিকার

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 08:55 AM
Updated : 29 July 2016, 08:55 AM

তিনি শুক্রবার সকলে তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান ও কিছুটা সময় তার পাশে থাকেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) স্বপন কুমার বিশ্বাসের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ হুইপ ফিরোজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের নিজ কার্যালয়ে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ইউনাইটে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিফ হুইপের সঙ্গে ডেপুটি স্পিকার কিছু সময় কাটান ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। চিফ হুইপের সঙ্গে কথা বলে তার শারিরীক অবস্থার খবর নেন ডেপুটি স্পিকার। এসময় আগের চেয়ে অনেকটা সুস্থ জানিয়ে চিফ হুইপ দেশবাসীর কাছে দোয়া চান।

ডেপুটি স্পিকার এসময় চিফ হুইপের আশু আরোগ্য কামনা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডেপুটি স্পিকারকে জানান, চিফ হুইপের শারিরীক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

এর আগে বৃহস্পতিবারই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং হুইপগণ চিফ হুইপকে দেখতে হাসপাতালেযান।

তারা তার শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।