যুক্তরাজ্যের ভ্রমণ ভিসার আবেদনে নতুন ফর্ম

যুক্তরাজ্যের ভ্রমণ ভিসার আবেদনে বাংলাদেশে নতুন ফর্ম ছাড়া হয়েছে বলে দেশটির হাই কমিশন জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 07:21 PM
Updated : 28 July 2016, 07:21 PM

‘অ্যাকসেস ইউকে’ নামের এই ফর্ম ‘দ্রুত ও সহজতর’ হবে বলে কমিশন বলছে।  www.gov.uk/apply-uk-visa ওয়েবসাইটে ফর্মটি পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, আবেদনকারীদের কাছে আরও সহজ করতে ফর্মটি বাংলায় চালুর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে পূরণ করতে হবে ইংরেজিতে।

নতুন এই ফর্ম ২০১৪ সালে চীনে চালু করা হয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, সেখানে আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন, ব্যবসার জন্য ব্রিটেন উন্মুক্ত এবং সব সময় ‘বৈধ’ ভ্রমণকারীদের যুক্তরাজ্যে উৎসাহিত করা হয়। 

“আমি আশা করি বাংলাদেশি ভিসা আবেদনকারীদের কাছে নতুন ফর্ম ‘অ্যাকসেস ভিসা’ আরও দ্রুত ও সহজ হবে।”