ডিসি, ইউএনও অফিসে ডিজিটাল হাজিরা

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 01:52 PM
Updated : 28 July 2016, 01:52 PM

জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস কর্মকর্তাদের জন্য একই নকশায় পর্যায়ক্রমে প্রতি জেলায় একটি করে ‘অফিসার্স ডরমিটরি’ নির্মাণ করা হবে। সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সিসি ক্যামেরাও বসানো হবে।

ডিসি সম্মেলনসহ এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনে ঢাকায় আবাসিক সুবিধাসহ ‘মাল্টিপারপাস কনফারেন্স সেন্টার’ স্থাপন করা হবে বলেও সিদ্ধান্ত হয় সম্মেলনে।

এছাড়া পুরনো সার্কিট হাউজের জায়গায় পর্যায়ক্রমে নতুন সার্কিট হাউজ নির্মাণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ওই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।