ঢাকায় পোশাক কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত এক শ্রমিক দুদিন পর মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 07:08 PM
Updated : 25 July 2016, 07:08 PM
শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডে আহত নাজমুল (২০) নামে এই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসীন আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টি ফ্যাশন নামে টিনশেডের ওই ছোট কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

“১০/১২টি সেলাই মেশিনের এই ছোট কারখানাটিতে কাজ শেষে ছয় শ্রমিক শুয়ে ছিল। রাত ৩টার পর আগুন লাগে। এতে কারখানার সব কিছু পুড়ে যায় এবং ছয়জনই দগ্ধ হয়।”

অগ্নিদগ্ধ অন্যরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তারা হলেন সুমন (১৮), শাকিল (১৯), মনির (১৮), আশিক (১৪) ও সজিব হাসান (১৭)।