বিচারককে ‘আপত্তিকর’ মেসেজ পাঠানোয় ৭ বছরের কারাদণ্ড

রংপুরের এক নারী বিচারকের মোবাইলে ‘আপত্তিকর’ এসএমএস পাঠানোয় এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 01:03 PM
Updated : 24 July 2016, 01:48 PM

রেজওয়ানুল হক রিপন নামে ওই আসামির উপস্থিতিতে রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই দণ্ডাদেশ দেন।

রায়ে রিপনকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

আসামি রিপন রংপুরের বাগপুরের পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। মোবাইলে তার এসএমএস  পাওয়ার পর ওই বিচারক রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলাটি তথ্য প্রযুক্তি আইনে করায় তা বিচারের জন্য ঢাকায় স্থাপিত বাংলাদেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালে আসে।

মামলা সূত্রে জানা যায়, মশিউর রহমানসহ চারজনের বিরুদ্ধে রিপন রংপুরের আদালতে দুটি মামলা করেন। ওই মামলার বিষয়ে বাদী রিপন ওই বিচারককে গত বছরের ১০ ও ১২ মে কয়েকটি এসএমএস পাঠান, যা আপত্তিকর ঠেকায় থানায় মামলা করেন তিনি।

মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই ) ফেরদৌস ওয়াহিদ ওই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৫ সালের ২৬ অক্টোবর আসামি রিপনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয় বলে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনাকারী  আইনজীবী নজরুল ইসলাম শামীম সাংবাদিকদের জানান।