পাট পণ্যের ঐতিহ্য খুঁজতে নকশা প্রতিযোগিতা

পাট ও পাটজাত পণ্যের সমন্বিত ঐতিহ্য আবিষ্কারে ফ্রাঙ্কো-জার্মান প্রকল্পের আওতায় নকশা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ঢাকার আঁলিয়স ফ্রঁসেজ ও গেটে ইনস্টিটিউট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 07:53 AM
Updated : 24 July 2016, 07:53 AM

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, সৃজনশীল উপায়ে পাটের ব্যবহার উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে তারা। 

পাট এবং রেজিনের সঙ্গে আরও সব উপকরণ যোগ করে আসবাবপত্র নির্মাণ এই প্রকল্পের মূল লক্ষ্য। ফরাসি এবং জার্মান প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী পাটশিল্পের সম্ভাবনাকে বিস্তৃত করার উদ্যোগ নিয়ে এ প্রকল্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৫ বছরের কম বয়সী স্থাপত্য বিভাগ, চারুকলার শিক্ষার্থী, শিল্পীদের আমন্ত্রণ জানানো হচ্ছে নকশা জমা দেওয়ার জন্য।

আগ্রহীদের আসন, নীচু টেবিল, তাক ইত্যাদির নকশা জমা দিতে হবে ২৯ জুলাইয়ের মধ্যে।

জমা হওয়া নকশাগুলোর মধ্য থেকে সেরা ৮টি বেছে নেওয়া হবে। তারপর নির্বাচিতদের আমন্ত্রণ জানানো হবে এক সপ্তাহের একটি কর্মশালায়।  

এতে প্রশিক্ষক থাকবেন ফরাসি-জার্মান পেশাদার নকশাকার এবং কারিগর। কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হবে। নকশাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার উপায় খোঁজা হবে এ কর্মশালায়। পরে এগুলো ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের উদ্বোধনীতে প্রদর্শিত হবে।

পুরো প্রকল্পে সহায়তা করছে অটবি ও গোল্ড অব বেঙ্গল।