আইরিন: শেষদিন তিন বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা

আন্তর্জাতিক পরিমণ্ডলে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদক পাচার রোধে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশে দুই সপ্তাহ ধরে একযোগে চলমান বিশেষ অভিযান ‘আইরিন’ শেষ হচ্ছে বৃহস্পতিবার।

নিজউ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 07:17 AM
Updated : 23 July 2016, 07:17 AM

এর অংশ হিসেবে এদিন বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালানো হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক ফেইসবুক পোস্টে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে র‌্যাব ও বিজিবির সহযোগিতায় বিশেষ তল্লাশি অভিযান ‘আইরিন’ পরিচালনা করছে।

যাত্রী লাউঞ্জে যাত্রীদের ব্যাগেজ অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পরীক্ষার আওতায় আনা হয়েছে।

অধিদপ্তরের ফেইসবুক পোস্টে জানানো হয়, গত ৮ জুলাই থেকে রাইলো এপি-এর উদ্যোগে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই অভিযান বৃহস্পতিবার যাত্রী ব্যাগেজ তল্লাশির মাধ্যমে শেষ হবে।

এতে বলা হয়, সন্ত্রাসবাদে ব্যবহৃত হাল্কা অস্ত্র, বিস্ফোরক ও মাদকের চোরাচালান ঠেকানোই এই অভিযানের মূল উদ্দেশ্য। এর আগে শুল্ক গোয়েন্দা বিভিন্ন বন্দরগুলোতে এই তল্লাশি চালায়।

চট্টগ্রাম ও সিলেটে সকাল ৬টায় এই অভিযান শুরু হয়েছে। ঢাকার শাহজালালে বিকাল ৪টায় শুরু হবে।

অভিযান শেষে ব্রিফিং করা হবে বলে জানানো হয় অধিদপ্তরের পোস্টে।