আর্টিজানের জঙ্গিদের ডিএনএ প্রোফাইলিংয়ের আবেদন

গুলশানে হলি আর্টিজান বেকারিতে নিহত জঙ্গিদের দেহের বিভিন্ন নমুনা পরীক্ষা এবং তাদের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য আদালতের অনুমতি চেয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2016, 02:41 PM
Updated : 31 July 2016, 07:30 PM

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর দুটি আবেদন করেন।

মহানগর হাকিম নূরনবী আবেদন মঞ্জুর করার পর তার ক্ষমতাপত্র প্রদান করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান।

একটি আবেদনে জঙ্গিদের রক্ত, মল, চামড়া, চুল, জামা কাপড়সহ শরীরের বিভিন্ন অঙ্গ পরীক্ষা এবং অপরটি ডিএনএ প্রোফাইল করার অনুমতি চাওয়া হয়েছিল।

নিহত জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের পরিবারের সদস্যদের শরীরের প্রয়োজনীয় নমুনা সংগ্রহের অনুমতিও চাওয়া হয়েছে আদালতের কাছে।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা ঢুকে সকলকে জিম্মির পর ১৭ জন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে।

পরের দিন সকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওই ঘটনায় নিহত জঙ্গিরা হচ্ছে, মীর সামেহ মোবাশ্বের (১৯), রোহান ইবনে ইমতিয়াজ (২০), নিবরাজ ইসলাম (২০), খায়রুল ইসলাম পায়েল (২২) ও শফিকুল ইসলাম উজ্জ্বল (২৬)।

এই পাঁচ জঙ্গিসহ নিহত ওই ক্যাফের ‘শেফ’ সাইফুল ইসলাম চৌকিদারকে আসামি করা হয়েছে আর্টিজানের ঘটনায় করা মামলায়।