গুলশানে নিহতদের জন্য দুদিনের শোক

গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2016, 01:47 PM
Updated : 31 July 2016, 06:47 PM

শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। রবি ও সোমবার নিহতদের জন্য শোক পালন করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর ভাষণের পর রোববার ও সোমবার জাতীয় শোক দিবস পালনের কথা জানিয়ে শনিবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখার কথা বলা হয়েছে।

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। বের করা হয় ২০টি মৃতদেহ, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। তাদের রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।

এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে হামলাকারীদের বোমা-গুলিতে নিহত হন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দীন।

ভাষণে এই দুই পুলিশ কর্মকর্তাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “এই নৃশংস হামলায় দুইজন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।”

রবিউল ও সালাউদ্দীনের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।