বাবাকে দেখবে না রবিউলের সন্তান

জন্মে পৃথিবীর আলো দেখলেও কোনোদিনই বাবার মুখ দেখা হবে না গুলশানের জিম্মি সঙ্কটে নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের দ্বিতীয় সন্তানের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2016, 06:21 AM
Updated : 31 July 2016, 06:46 PM

মাসখানেক আগে গোয়েন্দা পুলিশে বদলি হয়ে আসা রবিউল শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় নিহত হন।

রবিউলের ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তার স্ত্রী সন্তানসম্ভবা বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে।

রবিউলের একমাত্র ভাই শামসুজ্জামান শামসের বন্ধু অভি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা রবিউলের খবর পান। এ সময় শামস সাভারে ছিলেন। সেখান থেকে ইউনাইটেড হাসপাতালের পথে রওনা দেন।

“খবর শুনে রবিউলের সন্তান সম্ভবা স্ত্রী এখন পাগলপারা।”

কূটনীতিকপাড়ায় বিদেশি ক্যাফেতে হামলা চালিয়ে অনেককে জিম্মি করার খবর শুনে রবিউল ও বনানী থানার ওসি মো. সালাউদ্দিন সেখানে ছুটে গিয়েছিলেন। দুজনই হামলায় নিহত হন।  

রবিউলের বাড়ি মানিকগঞ্জের নয়াডিঙির কাটিগ্রামে। তার লাশ ইউনাইটেড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

অভি বলেন, লাশ রাজারবাগ পুলিশ লাইন্সে নেওয়া রহবে। এরপর মানিকগঞ্জে নিয়ে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই জঙ্গি হামলায় বেশ কয়েকজন বিদেশি নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

হামলাকারী ছয়জন নিহত হয়েছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।