সাংবাদিক প্রবীরের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইনে করা মামলায় অভিযোগ গঠন ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 02:46 PM
Updated : 29 June 2016, 03:29 PM

৪ অগাস্ট অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেছে সাইবার ট্রাইবুনাল।

বুধবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলমের আদালতে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল।

অবশ্য অভিযোগ গঠনের শুনানি করতে ‘প্রস্তুত নয়’ জানিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সময়ের আবেদন করেন।

তার আবেদনের প্রেক্ষিতে আদালত নতুন তারিখ রাখে।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ মে প্রবীর সিকদার এই আদালত থেকে জামিন নেন। এর আগে মামলাটি ফরিদপুর আদালতে বিচারাধীন ছিল।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা ওই আদালতে বিচারাধীন নয় বিধায় মামলাটি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ১৬ অগাস্ট প্রবীর সিকদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।

সেদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রবীর সিকদার ‘দৈনিক বাংলা ৭১’, ‘উত্তরাধিকার ৭১ নিউজ’ অনলাইন পত্রিকা ও ‘উত্তরাধিকার’ নামে একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক।