তৃতীয় গ্রেড পেলেন শিক্ষা ক্যাডারের ১০৪ অধ্যাপক

শিক্ষা ক্যাডারের ১০৪ জন অধ্যাপককে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী তৃতীয় গ্রেডে ‘সিলেকশন গ্রেড’ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 11:44 AM
Updated : 29 June 2016, 11:44 AM

শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের পর নতুন বেতন কাঠামোতে এই প্রথম ক্যাডারভুক্ত অধ্যাপকদের তৃতীয় গ্রেড দেওয়া হল।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, গত ২৬ জুন সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভার সুপারিশের পর ২৮ জুন এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেন।

সেই অনুমোদনের ভিত্তিতেই ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন তারিখে সিলেকশন গ্রেড পেলেন এই ১০৪ অধ্যাপক।

সপ্তম বেতন কাঠামো অনুযায়ী শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে চতুর্থ গ্রেডে অধ্যাপক হতেন। আর চতুর্থ গ্রেডের অর্ধেক অধ্যাপক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন।

কিন্তু অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের ফলে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হত।

নতুন বেতন কাঠামোয় ‘এই বৈষম্য’ বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন ২৭০টি সরকারি কলেজ, তিনটি আলিয়া মাদ্রাসা, ১৪টি টিটি কলেজ ও ১৬টি কমার্শিয়াল কলেজের ১৫ হাজার শিক্ষক।

পরে সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে সরকারি কলেজের শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।