শাহজালালে এক লাখ এটিএম কার্ড জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ এটিএম কার্ড জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 03:23 PM
Updated : 28 June 2016, 03:23 PM

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান, মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজের ২ নম্বর গেইট থেকে এসব কার্ড জব্দ করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুল্ক না দিয়ে এটিম কার্ড আনা হয়েছে খবর পেয়ে বিমানবন্দরে সকাল থেকে অভিযান শুরু করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।

“অভিযানের এক পর্যায়ে দুপুরের দিকে ২ নম্বর গেইটের সামনে ট্রলিতে রাখা একটি বাক্স উদ্ধার করা হয়। এর ভেতরই পাওয়া যায় এক লাখ এটিএম কার্ড।”

শুল্ক কর্মকর্তা রেজাউল বলেন, কার্ডগুলোর এক পাশের ওপরে লেখা ‘সিটি ম্যাক্স’ এবং নিচে লেখা ‘অ্যামেরিকান এক্সপ্রেস’। কার্ডের উল্টো পিঠে লেখা ‘দিজ কার্ড ইজ প্রভাইডেড বাই সিটি ব্যাংক’; সঙ্গে সিটি ব্যাংকের লোগোও ছিল।

আমদানিকারকের নাম ও ঠিকানার জায়গায় কয়েকটি ইংরেজি বর্ণমালা লেখা রয়েছে।

রোববার এসব এটিএম কার্ড সিঙ্গাপুর থেকে দেশে আসলেও এর জন্য কোনো ধরনের শুল্ক দেওয়া হয়নি বলে জানিয়ে রেজাউল বলেন, সিটি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমদানিকারককে খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।