অবসরের দুই দিন আগে সচিব হলেন শাকুর আহমেদ

চাকরি থেকে অবসরে যাওয়ার দুই দিন আগে একজন অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 12:02 PM
Updated : 28 June 2016, 12:02 PM

অর্থ বিভাগে সংযুক্ত ওএসডি কর্মকর্তা মমতাজ-আলা শাকুর আহমেদকে সচিব করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রেওয়াজ অনুযায়ী পদোন্নতির পর কর্মকর্তাদের ওএসডি করে পরে আলাদা আদেশে পদায়ন করা হয়।

শাকুর আহমেদকে পদোন্নতি দিয়ে ওএসডি করা হলেও পদায়ন করা হয়নি। কারণ আগামী ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন তিনি।

শাকুর আহমেদ এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

এদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ফায়েকুজ্জামান চৌধুরীর চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফায়েকুজ্জামান গত বছরের ১ জুলাই এক বছরের চুক্তিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক নিয়োগ পান।

নতুন করে এক বছরের চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশ গত ১২ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।