রাষ্ট্রপতির সঙ্গে রোটারি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১’ এর একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 11:44 AM
Updated : 28 June 2016, 11:44 AM

মঙ্গলবার সংগঠনের গভর্নর মুহাম্মদ আইউবের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপরি প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে রোটারির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং তার সার্বিক সহযোগিতা কামনা করেন।”

রোটারির বিভিন্ন সেবামূলক কার্যক্রমের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সংগঠনটি বাংলাদেশকে পোলিওমুক্ত করতে প্রশংসাযোগ্য কাজ করছে।

রোটারিসহ বিভিন্ন সমাজিক সংগঠনকে শিক্ষাসহ সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। কেউই বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। রাষ্ট্রপতি আশা করেন, সবার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।