নার্স নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১১ জুলাই

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় ‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগে কয়েক ধাপের মৌখিক পরীক্ষা ১১ জুলাই শুরু হবে।

নিস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 09:23 AM
Updated : 28 June 2016, 09:23 AM

প্রথম ধাপে ১৯ জুলাই পর্যন্ত ২ থেকে ২ হাজার ৫২০ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মধ্যে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এই পরীক্ষার্থীদের সূচি মঙ্গলবার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনে মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

পর্যায়ক্রমে অন্য রেজিস্ট্রেশন নম্বরধারীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।

তিন হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগে গত ৩ জুন লিখিত পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ৬৩ জন। এদের মধ্যে ১১ হাজার ৯৫ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।