প্রশাসনে পদোন্নতি যোগ্যতার ভিত্তিতেই: আশরাফ

জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে প্রশাসনে পদোন্নতি দেওয়া হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 06:38 AM
Updated : 28 June 2016, 06:38 AM

ফাইল ছবি

মঙ্গলবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের তিনি বলেন, নীতিমালার আলোকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেওয়া হয়ে থাকে।

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, “উপসচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতির জন্য পরীক্ষা চালুর আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।”

তবে এই দুই পদে পদোন্নতির জন্য বিদ্যমান ‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০০২’ সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সরকার চুক্তিভিত্তিক নিয়োগকে নিরূৎসাহিত করলেও তা বন্ধের পরিকল্পনা নেই বলে অন্য এক প্রশ্নের জবাবে জানান সৈয়দ আশরাফ।

আরেক প্রশ্নে তিনি বলেন, সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনাও সরকারের আপাতত নেই।