মেট্রোরেল রুট পরিবর্তনের দাবি ছাত্র ইউনিয়নের

শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার যুক্তি দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের স্টেশন ও রুট পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 03:18 PM
Updated : 27 June 2016, 06:29 PM

সোমবার সংগঠনের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ’র এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

রোববার উদ্বোধন হওয়া মেট্রোরেল প্রকল্পের ১৬টি স্টেশনের মধ্যে শাহবাগের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও একটি স্টেশন হিসেবে দেখানো হয়েছে।

প্রকল্পটি ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত সম্পন্ন হওয়ার কথা।

এর আগে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ।

সেসময় ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের কথা জানিয়ে বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলছে, “সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে গলা মিলিয়ে বাংলাদেশ ছাত্র ইউনয়নও বলতে চায় যে আমরা উন্নয়নবিরোধী নই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের স্টেশন ও রুট হোক তা আমরা চাই না।

“মেট্রোলের রুট শাহবাগ হতে মৎস্য ভবন দিয়েও প্রেস ক্লাবের দিকে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনো উন্নয়ন কর্মকাণ্ড জনকল্যাণমূলক ফলাফল বয়ে আনতে পারে না।”

শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে মেট্রোরেলের রুট পরিবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র ইউনিয়নের নেতা লাকী ও শুভ।

দাবি মেনে নেওয়া না হলে ‘ছাত্র ইউনিয়ন ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।