প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যোগ হল ৬৭ কোটি টাকা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬৭ কোটি টাকা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 01:18 PM
Updated : 27 June 2016, 01:18 PM

গণভবনে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর হাতে এই চেকগুলো তুলে দেওয়া হয়। 

বিএবির সদস্য ব্যাংকগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চেকগুলো সরকার প্রধানের হাতে তুলে দেন। 

বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার এসময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চেকটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

সরকার প্রধানের ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। 

তিনি বলেন, তার ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থে দুস্থদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ উপকৃত হয়। চিকিৎসার পাশাপাশি এই অর্থ শিক্ষা ও সংস্কৃতিকর্মীদের সহায়তায় ব্যয় করা হয়ে থাকে। 

“বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং ব্যাংকের প্রসার হচ্ছে। দেশের সাধারণ নাগরিকরা এখন ব্যাংক সেবা নিতে আগ্রহী,” বলেন শেখ হাসিনা।