ঢাকায় অবৈধ ভিওআইপি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চার বছর ধরে পলাতক অবৈধ ভিওআইপি মামলার এক আসামিকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 10:54 AM
Updated : 27 June 2016, 10:54 AM

পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মিনা মাহমুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার এসএম নাজমুল হাসান ওরফে নবীনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে পল্লবী থানার চার বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে একটি মামলা হয়েছিল বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা মিনা মাহমুদা বলেন, ২০১২ সালের ১৬ জুন রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের, ‘এ’ ব্লকের, ৩ নম্বর রোডের, ১২ নম্বর বাড়ির ৫/সি ফ্লাটে অবৈধ ভিওআইপিবিরোধী অভিযানে গিয়েছিল পুলিশ।

সে সময় নাজমুল পালিয়ে গেলেও তার সহযোগী জাকির হোসেনকে আটক করা হয়েছে। ওই অভিযানে দুটি ভিওআইপি যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি।

মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো, আজিজুর রহমান মামলাটি তদন্ত করার সময় নাজমুলের নাম-ঠিকানা না পেয়ে তাকে অভিযোগপত্র থেকে অব্যহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন।

পরবর্তীতে আদালত মামলা পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

পরিদর্শক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পিবিআইর একটি দল মামলা তদন্তে গিয়ে উত্তরা থানা এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে পুলিশ কর্মকর্তা মিনা মাহমুদা জানান।