রাষ্ট্রপতির সঙ্গে ডেনিশ দূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশের জ্বালানি, জাহাজ ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ডেনিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 12:14 PM
Updated : 26 June 2016, 12:14 PM

রোববার ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত হান ফুগল এসকায়ের বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতের কর্মকাল সাফল্যের সঙ্গে শেষ করায় সন্তোষ প্রকাশ করে বলেন, তার সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।”

কোপেনহেগেনে ২০১৫ সালে বাংলাদেশ মিশন চালু হওয়ার কথা উল্লেখ করে বিদায়ী দূত বলেন, এটি ডেনমার্ক এবং বাংলাদেশের সম্পর্ক আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ডেনিশ দূত।

প্রেস সচিব জানান, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে বিদায়ী দূত আশা করেন ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

তিনি তার দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি, সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।