আহত বিএনপি নেতা মাহবুব ঢাকা সিএমএইচে

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 11:51 AM
Updated : 26 June 2016, 11:51 AM

সেখানে সাবেক সেনা প্রধানের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ভগ্নিপতি মাহবুবুর রহমানের সঙ্গে সিএমএইচে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে জেনারেল মাহবুবকে হেলিকপ্টারে করে দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

গতকাল শনিবার বিকালে দিনাজপুরের কাছে এক সড়ক দূর্ঘটনায় স্ত্রীসহ মাহবুবুর রহমান আহত হন। ঘটনার পরপরই মাথায় আঘাতপ্রাপ্ত সাবেক সেনাপ্রধানমাহবুবুরকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ায় সেখানে তার সিটি স্ক্যান করা হয়।

পরে ওই হাসপাতালে চিকিৎসক বদরুল আহসান আহত বিএনপি নেতার অবস্থা ‘আশঙ্কামুক্ত’ বলেছিলেন।

দিনাজপুরের হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তার স্ত্রী নাজ্জিন মাহবুব।

ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকা ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন মাহবুবুর রহমান ও তার স্ত্রী।

দশমাইল এলাকায় একটি নসিমন পেছন থেকে তার প্রাইভেট কারে ধাক্কা দিলে তারা আহত হন।