এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নতুন কাঠামোয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারও নতুন বেতন কাঠামো অনুযায়ী রোজার ঈদের উৎসব ভাতা পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 08:58 AM
Updated : 26 June 2016, 08:58 AM

শিক্ষা মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে গত বছরের ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার।

২০১৫ সালের ১ জুলাই থেকে অষ্টম বেতন কাঠামো কার্যকর ধরা হলেও বিভিন্ন ভাতা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-ভাতা পাবেন কি না- বেতন কাঠামোর গেজেটে সে বিষয়ে কিছু বলা ছিল না।

পরে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন কর্মসূচির মধ্যে সরকার অষ্টম বেতন কাঠামো সংশোধন করে এবং ২০১৫ সালের ১ জুলাই থেকেই এই শিক্ষকদের জন্য অষ্টম বেতন কাঠামো কার্যকর করা হয়।

বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লাখের মত শিক্ষক-কর্মকর্তা এমপিও পাচ্ছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে বিভিন্ন ভাতাও পান তারা।