দুর্ঘটনায় স্ত্রীসহ বিএনপি নেতা মাহবুবুর রহমান আহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকও দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 02:55 PM
Updated : 25 June 2016, 02:57 PM

মাথায় আঘাতপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান মাহবুবুরকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তার স্ত্রী নাজ্জিন মাহবুব।

শনিবার বিকাল ৪টার দিকে দিনাজপুরের দশমাইল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুবুর রহমান ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকা ফেরার জন্য সৈয়দপুর বিমানবন্দরের পথে ছিলেন। দশমাইল এলাকায় একটি নসিমন পেছন থেকে তার প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়।

মাহবুবুর রহমানের ছোট বোন জিন্নাত আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাইয়া মাথায়, বুকে ও হাতে আঘাত পেয়েছেন। ভাবীও আঘাত পেয়েছেন, তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি ভালো আছেন।

“ভাইয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।”

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক বদরুল আহসান বলেন, মাহবুবুর রহমান মাথায় আঘাত পেয়েছেন। তার সিটিস্ক্যান করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

এই দুর্ঘটনার বিষয়ে দিনাজপুরের কোতোয়ালি ও কাহারোল থানা কোনো তথ্য জানাতে পারেনি।