সংসদে কোরাম ঠিক রাখাই ‘কষ্টসাধ্য’, জানালেন ডেপুটি স্পিকার 

সংসদ অধিবেশনে কোরাম ঠিক রাখা হুইপদের জন্য ‘কষ্টসাধ্য’ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 11:32 AM
Updated : 25 June 2016, 11:32 AM

শনিবার সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনার সময় ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন।

বিরোধী দল জাতীয় পার্টির এ বিএম রুহুল আমিন হাওলাদার বক্তব্যের জন্য বেশি সময় চাইলে ডেপুটি স্পিকার বলেন, “আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনাদের যেদিন নাম দেওয়া থাকে সেদিন আপনারা উপস্থিত থাকেন না। তাই শেষ দিকে এসে আমাদের বেশি সময় দেওয়া সম্ভব হয় না।”

“তাছাড়া আপনাদের সময় নির্ধারণ করে দেন চিফ হুইপরা। সংসদে কোরাম ঠেকাতে হুইপদের অনেক কষ্ট করতে হয়।”

বাজেট আলোচনার জাপা মহাসচিব রুহুল আমিন নির্ধারিত ২০ মিনিট শেষ হওয়ার আগে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন,“মাননীয় স্পিকার আপনি আমাদের সঙ্গে ছিলেন। আমাকে একটু সময় বাড়িয়ে  দেবেন।”

পরে তাকে দুই মিনিট বাড়িয়ে দেন ফজলে রাব্বী।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ৬০ জনের কম সংসদ সদস্য অধিবেশন কক্ষে উপস্থিত থাকলে স্পিকারকে বৈঠক মুলতবি করতে হয়।

তবে উপস্থিতির কম থাকার বিষয়ে কোনো সদস্যকে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়।

স্পিকার এরপর পাঁচ মিনিট ঘণ্টা বাজিয়ে কোরাম পূর্ণ করা বা বৈঠক মুলতবি করতে পারেন।