হাজারীবাগে দিনদুপুরে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই

রোজায় ছিনতাই-চাঁদাবাজি দমনে পুলিশের ‘কঠোর অবস্থানের’ মধ্যে রাজধানীর হাজারীবাগে দিনদুপুরে এক এনজিওকর্মীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 10:38 AM
Updated : 23 June 2016, 10:38 AM

সাইফুল ইসলাম মুরাদ (৩০) নামের ওই যুবককে ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন সেখানকার পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

তাদের ঊদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মুরাদ ১২টার দিকে হাজারীবাগ গ্লাস ফ্যাক্টরি এলাকার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন।

“এসময় দুটি মোটরসাইকেলে থাকা ৫/৬ জন যুবক তার গতিরোধ করে তাকে মারধর করে। এক পর্যায়ে গুলি করে তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।”

এ প্রসঙ্গে হাজারীবাগ থানার ডিউটি অফিসার আনসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আহত মুরাদ কামরাঙ্গীরচরের এমএসএফ নামের একটি এনজিওতে কাজ করেন।”

কারা তাকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে সে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।