শাহজালাল বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 06:40 AM
Updated : 31 May 2016, 06:46 AM

আটক হওয়া নিজামুল হক ফারাজি (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ২টায় কাতার এয়ারের কিউআর ৬৩৭ ফ্লাইটে করে দুবাই যাওয়ার কথা ছিল ফারাজির। বহির্গমন লাউঞ্জে তল্লাশির পর তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।

“পরে তাকে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে আবার তল্লাশি চালিয়ে ব্যাগ ও পায়ের মোজার ভেতর থেকে প্রায় অর্ধকোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।”

এগুলোর মধ্যে ১০ হাজার ৩০০ কাতারের রিয়াল, দুই হাজার ৪০০ জর্ডানের দিনার, সাত হাজার ৯৫০ ওমান রিয়াল, এক হাজার ২৫০ বাহরাইনের দিনার, ৪৯ হাজার ৭০০ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিরহাম এবং তিন হাজার ৮৫০ কুয়েতি দিনার রয়েছে বলে জানান মইনুল জানান।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারাজি জানিয়েছেন, তিনি বিদেশে তৈরি পোশাক ও কাপড়ের ব্যবসা করেন।”

তাকে চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই শুল্ক গোয়েন্দা বিভাগের শীর্ষ এই কর্মকর্তা।