ভারতীয়কে ধরে আনার অভিযোগ নাকচ বিজিবি প্রধানের

সীমানা অতিক্রম করে এক ভারতীয়কে ধরে আনার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

লিটন হায়দারসমীর পুরকায়স্থ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 06:38 PM
Updated : 30 May 2016, 06:38 PM

ভারতের সীমান্তরক্ষীদের গুলিতে বহু বাংলাদেশি প্রাণ হারানোর বিপরীতে পশ্চিমবঙ্গের একটি মানবাধিকার সংগঠন অভিযোগ তুলেছে, বিজিবি সদস্যরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকে এক ভারতীয়কে ধরে নিয়েছে।

তাদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিবি ভারতীয় সীমান্তে ঢুকে সে দেশের নাগরিককে ধরে এনেছে, এমন কোনো নজির নেই।

“তবে কোনো সময় যদি ভারতীয় নাগরিক বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে, তখন পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুতই তাকে ফেরত দেওয়া হয়।”      

পশ্চিমবঙ্গভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ভারতের জাতীয় মানবাধিকার কাউন্সিলে অভিযোগ করেছে, গত ৭ এপ্রিল মনোজিৎ মণ্ডল নামে ওই ভারতীয়কে ধরে নিয়ে যায় বিজিবি।

গত ২৭ মে মাসুমের করা ওই অভিযোগে বলা হয়, শিবনগর এলাকায় সেদিন দুপুরে নিজের ক্ষেতে কাজ করার সময় বিজিবি সদস্যরা ঢুকে মনোজিৎকে তুলে নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের ফাঁড়ি বেশ ভেতরে হওয়ায় বিজিবি সদস্যরা মনোজিৎকে ধরে নিয়ে যেতে পেরেছে বলে আবেদনে বলা হয়। 

মনোজিৎকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ চেয়ে জাতীয় মানবাধিকার কাউন্সিলে আবেদন করেছে মাসুম।