বিএনএফের এমপি আজাদের বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাতের মামলা

স্কুলের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নেতা এস এম আবুল কালামের আজাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 04:47 PM
Updated : 30 May 2016, 04:47 PM

সোমবার গুলশানের কালাচাঁদপুরের বাসিন্দা গিয়াস উদ্দিন ও ভাটারার মো. বিল্লাল হোসেন বাদী হয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন বলে জানিয়েছেন আদালতের পেশকার ফয়েজ আহমেদ।

এস এম আবুল কালামের আজাদ

গিয়াস উদ্দিন ও বিল্লাল হোসেন কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও গুলশান মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবক।

মামলায় কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মো. আবুল কালাম আজাদকেও আসামি করা হয়েছে।

পেশকার ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর বাদীদের জবানবন্দি নিয়ে বিচারক কামরুল হোসেন মোল্লা ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, এক নম্বর আসামি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হওয়ার সুবাদে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হন। এছাড়া দুই নম্বর আসামি স্কুলের ভারপ্রপ্ত অধ্যক্ষ নিযুক্ত হন। পরে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ৫৮ লাখ টাকা আত্মসাৎ করেন।