প্রথমবারের মতো নৌবাহিনীতে নারী নাবিক

বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যোগ দিয়েছেন ৪৪ জন নারী নাবিক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 02:51 PM
Updated : 30 May 2016, 02:51 PM

সোমবার খুলনায় নৌবাহিনী ঘাঁটি তিতুমীরে ২০১৬-এ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৪৪ নারীসহ মোট ৭৭১ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ কুচকাওয়াজ পরিদর্শন ও  সালাম গ্রহণের পর নতুন নাবিকদের মধ্যে পদক বিতরণ করেন।

নবীন নাবিকদের মধ্যে মো. অরিফুল ইসলাম পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌ প্রধান’ পদক লাভ করেন।

মো. শাহারিয়ার আহমেদ দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং রিপা আকতার তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নৌবাহিনী প্রধান যথাযথভাবে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একযোগে কাজ করতে নবীন নাবিকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।