রোজায় শ্রমিকদের কর্মঘণ্টা কমানোর নির্দেশ

প্রতিবারের মত এবারও রোজায় বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সাপ্তাহিক কাজের সময় আড়াই ঘণ্টা কমানোর নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 02:05 PM
Updated : 30 May 2016, 02:12 PM

সোমবার এক তথ্যবিবরণীতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রমজান মাসে সরকারি অফিস-আদালতে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।

শ্রমিকদের বিষয়ে সরকারের নির্দেশনায় বলা হয়েছে, রোজায় শ্রম আইনের ১০১ (ক) ধারার বিধানের কার্যকারিতা শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।

শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীকে বিশ্রামের জন্য প্রতি কর্মদিবসে কমপক্ষে আধা ঘণ্টা কর্মবিরতি দিতে হবে।

এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সাপ্তাহিক কাজের সময় আড়াই ঘণ্টা কমাতে হবে।

শ্রম আইনের ১০১ (ক) ধারার কারখানায় শ্রমিকদের কোন কোন শর্তে কতক্ষণ কাজ করানো যাবে তার উল্লেখ রয়েছে।