কোকেন, হেরোইন, অস্ত্রসহ গ্রেপ্তারের পর রিমান্ডে

রাজধানীর ভাষানটেক এলাকায় কোকেন, হেরোইন ও অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 08:19 AM
Updated : 30 May 2016, 08:19 AM

ভাষানটেক থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, রোববার ভোরে ৪ নম্বর বস্তির রাবিশের মোড় এলাকা থেকে আলতাফ হোসেন নামের ৩৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

“তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠিয়ে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।”

ওসি বলেন, রোববার ভোর ৪টার দিকে গ্রেপ্তারের সময় আলতাফের কাছে দুটি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ম্যাগাজিন ও ২২টি ককটেল, ৭০০ পুরিয়া হেরোইন এবং তিনশ গ্রাম কোকেন পাওয়া যায়।

“উদ্ধার কোকেনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা। আলতাফ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।”

ওসি জানান, মিরপুর এলাকার বাসিন্দা আলতাফ নিজেকে ‘জাসদ নেতা’ বলে  দাবি করলেও এর সত্যতা মেলেনি। তার বিরুদ্ধে ভাষানটেক থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।