সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ

ঢাকার কাফরুলে একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক চা দোকানি ও তার ছেলে দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 04:34 PM
Updated : 29 May 2016, 04:34 PM

রোববার বেলা সাড়ে ৩টার দিকে উত্তর ইব্রাহিমপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত মো. মহসিন (৩৫) এবং তার কিশোর ছেলে মো. মিরাজকে (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবার শরীরের ২৪ ভাগ এবং ছেলের শরীরের ২৭ ভাগ পুড়েছে। বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে।

অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবা ও ছেলে চায়ের দোকানে বসে কাজ করছিলেন।

“একটি সিএনজি চায়ের দোকানের সামনে এসে থামার কিছুক্ষণ পর এটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে,” স্থানীয়দের উদ্ধৃত করে বলেন তিনি।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বলেন, বিস্ফোরণের পরপরই আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।