‘আত্মহত্যার চেষ্টা’র দুদিন পর মৃত্যু

রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে এক নারী, যিনি দুদিন আগে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে স্বজনদের উদ্ধৃত করে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 02:06 PM
Updated : 29 May 2016, 02:06 PM

রোববার মৌচাকের একটি বেসরকারি হাসপাতালে জয়া সাহা (৩২) নামে ওই নারীর মৃত্যু হয়।

রমনা থানার উপ পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পশ্চিম মালিবাগের বাসায় গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জয়া। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”

জয়ার স্বামীর নাম হিল্লোল দাস, যিনি একজন সংগীত পরিচালক। মালিবাগের ওই বাসায় এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সংসার।

রমনা থানার এসআই আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের থেকে বলা হয়েছে, ওই নারী আত্মহত্যার চেষ্টার সময় একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনি দাবি করেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী না।”

লাশ নিয়ে ব্যস্ত থাকায় ওই নোটটি পুলিশের কাছে জয়ার পরিবার হস্তান্তর না করলেও করবে বলে জানিয়েছে। ওই হাতের লেখা প্রয়োজনে পরীক্ষা করা হবে বলে এসআই আতাউর জানান।

ভোররাতে ওই নারীর মৃত্যুর পর দুপুরে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।