ডাক্তার-নার্সদের ধর্মঘট বন্ধে হাই কোর্টে আবেদন

রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের ধর্মঘট বন্ধসহ তিন দফা নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 10:15 AM
Updated : 29 May 2016, 10:15 AM

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন।

আবেদনে ডাক্তার ও নার্সদের ধর্মঘট ডাকার পেছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে তিন সদস্যের কমিটি গঠন করার এবং ডাক্তার বা নার্সরা কর্তব্যরত থাকার সময় ধর্মঘট-কর্মবিরতি করেন কি না প্রতি সপ্তাহে দুবার তা পরিদর্শন করতে নির্দেশনাও চাওয়া হয়।

পরে মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ধর্মঘটের ফলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রোগী ও তাদের স্বজনদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন কারণে বিভিন্ন সময় চিকিৎসক ও নার্সরা কর্মবিরতিতে যায়। এ বিষয়ে পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়। এই অবস্থা বিবেচনায় ওইসব নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

“সোমবার রিট আবেদনটি শুনানির জন্য হাই কোর্টে উপস্থাপন করা হতে পারে।”

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ২৩ জনকে বিবাদী হিসেবে রাখা হয়েছে বলে জানান তিনি।”