কনিকার খুনির কঠোর শাস্তি চাইলেন শিক্ষামন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা ও আরও তিন ছাত্রীকে জখমের সঙ্গে জড়িত বখাটের কঠোর শাস্তি দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 03:46 PM
Updated : 27 May 2016, 03:46 PM

এই হতাহতের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশও দিয়েছেন তিনি।

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর এসএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কনিকা রানিকে (১৪) কুপিয়ে হত্যা করে এক বখাটে যুবক।

একই সময় ওই যুবকের হামলায় আরও তিন ছাত্রী আহত হয়।

হামলার পরপরই স্থানীয় জনতা আব্দুল মালেক নামে ২৮ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

আহত তারিন আফরোজ (১৫), তানজিমা আক্তার (১৪) এবং মরিয়ম আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাইল ছবি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, স্কুল ছাত্রীদের হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

“তিনি (মন্ত্রী) বখাটের কঠোর শাস্তি দাবি করেন এবং আরও কেউ যুক্ত আছে কি না তা খুঁজে বের করার নির্দেশ দেন।”

এই ঘটনার পর শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের রাজশাহীর আঞ্চলিক উপ-পরিচালক শারমিন চৌধুরীকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

“শারমিন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক খোঁজখবর নেন। নিহত কনিকার পরিবারের পাশে দাঁড়ান এবং আহত তিন স্কুলছাত্রীকে জরুরি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠান।”

শিক্ষামন্ত্রী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ ছাত্রীদের নিরাপদ চলাচলে সহায়তা করতে আহ্বানও জানান নাহিদ।