একাদশে ভর্তি: ঘণ্টায় ৫ হাজার আবেদন

– মোবাইল ফোনের এসএমএসে ফি জমা দেওয়ার বিড়ম্বনার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম দিন ১৫ হাজার ১১৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 03:25 PM
Updated : 26 May 2016, 03:25 PM

অনলাইনে ৮ হাজার ৪৩০ জন এবং এসএমএসে ৬ হাজার ৬৮৭ জন আবেদন করেন বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন জানিয়েছেন।

তিনি বলেন, “রাত ৮টা পর্যন্ত ১৫ হাজার ১১৭ জন শিক্ষার্থীর ৫২ হাজার ৯১১টি আবেদন জমা পড়েছে।”

এ হিসেবে প্রথম দিন ঘণ্টায় গড়ে পাঁচ হাজার ৩৯টি আবেদন জমা পড়েছে।

আশফাকুস জানান, একজন আবেদনকারী যতগুলো কলেজকে তার পছন্দক্রমে রাখবে সার্ভারে ততটি আবেদন হিসেবে গণ্য হচ্ছে। প্রথম দিন একজন শিক্ষার্থী গড়ে সাড়ে তিনটি কলেজে আবেদন করেছেন।

সকাল সাড়ে ৯টা থেকে অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া শুরু করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। আবেদন করা যাবে ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন গ্রহণ শুরুর পর শিক্ষার্থীরা এসএমএসে ফি পরিশোধ করতে গিয়ে সঙ্গে সঙ্গে ‘রেসপন্স’ পাচ্ছিলেন না। এ অবস্থায় গতবারের মতো সার্ভারে জটিলতা দেখা দিয়েছে বলে গুজবও ছড়িয়ে পড়ে।

এবার কলেজে ভর্তিতে অনলাইনে ১০টি এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টিসহ মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ রয়েছে।

টেলিটকের প্রি-পেইড মোবাইল ব্যবহার করে ১৫০ টাকা ফি জমা দিয়ে অনলাইনে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।

আর এসএমএসের মাধ্যমে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি জমা দিয়ে আবেদন করা যাবে।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।