ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ভোজ্যতেল বাজারজাত করায় নারায়ণগঞ্জের ফতুল্লার তিন প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 04:35 PM
Updated : 25 May 2016, 04:35 PM

প্রতিষ্ঠান তিনটি হলেন- শ্যারিজা অয়েল রিফাইনারি লিমিটেড, সাউথ স্ট্যান্ড ওয়েল রিফাইনারি লিমিটেড ও কামাল ভেজিটেবল এন্ড অয়েল লিমিটেড।

র‌্যাব সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লার দাপায় ইদ্রাসপুরে এই তিন প্রতিষ্ঠানের অভিযান পরিচালনা করা হয়।

শ্যারিজা অয়েল ও সাউথ স্ট্যান্ড ওয়েল বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কাজ করছিল। তাদের ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ও ছিল না। প্রতিষ্ঠান দুটিকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

কামাল ভেজিটেবল এন্ড অয়েল ২০০৯ সালের পর থেকে বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করায় তিন লাখ টাকা জমিমানা করা হয়।