ময়মনসিংহের দুই উপ নির্বাচন একই দিনে করতে চায় ইসি

ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ শূন্য আসনের উপ নির্বাচনে একই দিনে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 04:17 PM
Updated : 24 May 2016, 04:17 PM

সেক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ভোটের তারিখ রাখা হতে পারে।

আসন শূন্য ঘোষণা হওয়ার ৯০ দিনের মধ্যে উপ নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, একদিনে শূন্য ঘোষিত দুইটি আসনের উপ-নির্বাচনের পরিকল্পনা রেখে ইসিতে প্রস্তাব রাখা হচ্ছে। সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেবে কমিশন।

গত মে ৭১ বছর বয়সে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ময়মনসিংহ- আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির মারা যান।

আর ময়মনিসংহ- (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসচ গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন ৭৭ বছর বয়সে গত ১১ মে মারা যান।

৯০ দিনের আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই দুই আসনে ৩১ জুলাই ১০ অগাস্টের মধ্যে উপ নির্বাচন শেষ করতে হবে।

সেক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ভোটের দিন পর্যন্ত প্রায় ৪৫ দিন সময় বিবেচনায় রেখে তফসিল ঘোষণা করা হবে।