রাজধানীতে অচেতন করে পৌনে ৫ লাখ টাকা লুট

রাজধানীতে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে অচেতন করে প্রায় পাঁচ লাখ টাকা লুটের খবর জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 03:51 PM
Updated : 24 May 2016, 03:51 PM

ফয়সাল হোসেন (৩৫) নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফয়সাল নয়া পল্টনের ভিআইপি টাওয়ারের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠান বিমানের টিকেট বিক্রি করে।

সন্ধ্যায় ইমরান নামের এক ‍যুবক ফয়সালকে নিয়ে আসেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন।

ইমরান নিজেও ওই প্রতিষ্ঠানে কাজ করেন বলে জানান তিনি।     

ইমরানের বরাত দিয়ে পরিদর্শক সিদ্দিক জানান, দুপুরে ফয়সাল বনানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা টাকা সংগ্রহ করে অফিসে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়েন।

“ফয়সাল নয়া পল্টনে অফিসের নিচে এসে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন ইমরান। তার কাছ থেকে প্রায় চার লাখ ছিয়াত্তর হাজার টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে ইমরান জানিয়েছেন।”

পুলিশ কর্মকর্তা সিদ্দিক বলেন, ফয়সালের জ্ঞান ফিরলে আসল ঘটনা জানা যাবে।

দুর্ঘটনায় নারীর মৃত্যু

এদিকে মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

নিহতের নাম সখিনা বেগম (৪৫)।

সখিনাকে হাসপাতালে নিয়ে আসা রানা নামের এক যুবকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সিদ্দিক জানান, দুপুরে সখিনা ছেলে ইউসুফকে নিয়ে কেরানীগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোতে করে মোহাম্মদপুরে বোন আফসানার বাসায় যাচ্ছিলেন।

“অটোরিকশা তিন রাস্তার মোড় ঘোরার সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।”

হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন সিদ্দিক।