তিতাস গ্যাসের টেলিকম পার্টনার বাংলালিংক

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক আগামী পাঁচ বছর তিতাস গ্যাস লিমিটেডকে ভয়েস কল, থ্রিজি এবং এসএমএস সেবা দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 11:15 AM
Updated : 24 May 2016, 11:15 AM

মঙ্গলবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গুলশানে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে তিতাস গ্যাসের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলালিংকের হেড অব বিটুবি বিজনেস নাসার ইউসুফ এবং তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মুশতাক আহমেদ চুক্তিতে সই করেন। 

বাংলালিংকের এমডি ও সিইও এরিক অস এবং তিতাস গ্যাসের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মীর মশিউর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর; যাদের তিন কোটি ২০ লাখের বেশি গ্রাহক রয়েছে।