মুক্তিযোদ্ধাদের জন্য ভারতের দুই অ্যাম্বুলেন্স

মুক্তিযোদ্ধাদের কল্যাণে কর্মরত জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনকে দুটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 10:52 AM
Updated : 24 May 2016, 12:32 PM

ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স দুটি হস্তান্তর করেন।

দুটি অ্যাম্বুলেন্সের একটি চট্টগ্রামের মেয়রের তত্ত্বাবধায়নে, অপরটি মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের তত্ত্ববধায়নে থাকবে।

অনুষ্ঠানে হাই কমিশনার হর্ষ বর্ধন বলেন, “বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভারত সরকার গর্বিত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর বাংলাদেশ সফরের সময় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনকে দুটি অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

“আমি খুশি যে, আজ আমরা আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সগুলো ফাউন্ডেশনকে হস্তান্তর করেছি,” বলেন হাই কমিশনার হর্ষ বর্ধন।

ভারতকে বাংলাদেশের দুর্দিনের বন্ধু উল্লেখ করে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “আজকে যখন আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে, আমাদের স্বাধীনতাকে নিয়ে, এমনকি আমাদের এই সরকারকে পতনের জন্য ষড়যন্ত্র হচ্ছে।

“এসব ষড়যন্ত্রের মধ্যেও আমাদের পরীক্ষিত বন্ধু ভারত অতীতের মতো আমাদের পাশে আছে। সেজন্য ভারতবাসী ও ভারত সরকারকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই।”

সরকারি নিবন্ধনপ্রাপ্ত সংগঠন মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন মুক্তিযোদ্ধাদের সন্তান ও তাদের ছেলে-মেয়েদের শিক্ষা সহায়তা, দরিদ্র মুক্তিযোদ্ধাদের সহায়তা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য গ্রাম থেকে শহরে আনতে ঢাকা ও চট্টগ্রাম এলাকায় অ্যাম্বুলেন্স দুটি ব্যবহার করা হবে।

এদিকে এক বিবৃতিতে অ্যাম্বুলেন্স হস্তান্তরের কথা জানিয়ে ভারতীয় হাই কমিশন বলেছে, মুক্তিযোদ্ধাদের বীরোচিত সংগ্রাম ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে ‘স্বর্ণাক্ষরে’ লেখা রয়েছে। 

“ন্যায় ও মর্যাদার জন্য তাদের সাহসী সংগ্রাম বাংলাদেশের গর্বিত জনগণের ভাবমূর্তিকে প্রতীকায়িত করে।”  

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সহ সভাপতি মনোরঞ্জন ঘোষালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।