যুগ্ম সচিব আমজাদ মারা গেছেন

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমজাদ আলী সরকার (৫৪) আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 07:18 PM
Updated : 23 May 2016, 07:18 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে তার ছোটভাই আজহার আলী সরকার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডায়াবেটিসসহ বেশ কিছু সমস্যা ছিল যুগ্ম সচিব আমজাদের। বেশ কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার কিডনি থেকে পাথর বের করা হয়।

সন্ধ্যায় বারডেম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান তিনি। সেখানেই আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

৮৪’র বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আমজাদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের আগে তিনি এলজিইডি ও ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন; কাজ করেছেন সংস্থাপন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও।

যুগ্ম সচিব আমজাদ স্ত্রী, এক কন্যা এবং দুই ছেলে রেখে গেছেন।

তার ভাই আজহার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে তার প্রথম নামাজে জানাজা হবে। পরে গ্রামের বাড়ি দিনাজপুরে নিয়ে ফরিদপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।