নূরজাহান বেগমের অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করে নারী জাগরণে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 09:01 AM
Updated : 23 May 2016, 10:53 AM

বেগম সম্পাদক নূরজাহান বেগম বার্ধক্যজনিত নানা রোগে ভুগে সোমবার সকালে মারা যান।

তিনি ৭০ বছর আগে বেগম পত্রিকার শুরু থেকে এর সম্পাদনায় যুক্ত ছিলেন। বাংলাদেশের নারী সাহিত্যিকদের অনেকের লেখালেখির হাতেখড়ি বেগমের মাধ্যমে।

এক শোকবার্তায়  প্রধানমন্ত্রী বলেন, “তার মৃত্যুতে জাতি এক মহিয়সী নারীকে হারাল। উপমহাদেশের নারী জাগরণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

প্রধানমন্ত্রী প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে গত ৫ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসার পুরো ভার নেন প্রধানমন্ত্রী।