শিক্ষককে কান ধরে উঠ-বস করানো সমর্থনযোগ্য নয়: সুরঞ্জিত

নারায়ণগঞ্জে এক শিক্ষককে কান ধরিয়ে উঠ-বস করানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2016, 02:14 PM
Updated : 18 May 2016, 02:14 PM

বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “যেভাবে শিক্ষকের ওপর এই ঘটনা ঘটেছে তা কোনোভাবে সমর্থনযোগ্য নয়।

“এ নিয়ে শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী কথা বলেছেন। আমরা আশা করি, তদন্ত হয়ে নিশ্চয়ই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।

দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যে মঙ্গলবার সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।

এ ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- বুধবার তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

এছাড়া ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।