হুইপ আতিককে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের পর এবার শেরপুর-১ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও  জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকও শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2016, 07:02 AM
Updated : 6 May 2016, 08:48 AM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসায় তাকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত শেরপুরে না থাকতে বলা হয়েছে।

ইসির উপসচিব ফরহাদ আহমেদ খান বলেন, ইউপি নির্বাচনে শনিবারের ভোট সামনে রেখে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ আতিককে এ নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই সাংসদের কাছে পাঠানো হয়েছে।”

ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিক, যা আচরণবিধির লঙ্ঘন।

এ বিষয়ে বুধবার একটি জাতীয় দৈনিকে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসায় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান। 

চলমান ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে শনিবার ৭২৫টি ইউপিতে চেয়ারম্যান পদে তিন হাজার ২৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ ওঠায় রাজশাহী-৪ আসনে ক্ষমতাসীন দলের সাংসদ এনামুল হককে কারণ দর্শাতে বলেছে ইসি। সেইসঙ্গে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এছাড়া শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের বিষয়েও বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক সংস্থাটি।