হাওর-জলাভূমির সম্পদ কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

জনগণের জীবনমানের উন্নয়নে হাওর ও জলাভূমির সম্পদ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 11:40 AM
Updated : 5 May 2016, 11:40 AM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি একথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রী বলেন, “নদীমাতৃক বাংলাদেশে হাওর ও জলাভূমি দেশের সম্পদ। হাওর ও জলাভূমির সম্পদ দেশের মনুষের কাজে লাগাতে হবে।”

পরিবেশ রক্ষায় জলাধারের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন তিনি।  

জলাধারে কুমির ও শামুক চাষ এবং জলাধারে উৎপন্ন সম্পদ বিদেশে রপ্তানির কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওর ও জলাশয় এলাকার জনগণের সার্বিক উন্নয়নে ১৯৭৪ সালে হাওর উন্নয়ন বোর্ড গঠনের নির্দেশ দেন বলে জানান তিনি।

বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শেরিফ, মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী সাইয়েদুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।